প্রকৃতি দমন করা যায় না, দমন করলে ফল ভালো হয় না: আব্দুস সালাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, প্রকৃতি দমন করা যায় না, দমন করলে ফল ভালো হয় না, স্বৈরাচার শেখ হাসিনাও জনগণকে দমিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছে।
রোববার (২০ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন।
আলফা স্টার ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচি আয়োজন করে লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং আদাবরে বেগম নূর জাহান মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়।
আব্দুস সালাম বলেন, এটা কোনো রাজনৈতিক বা কর্মী সভা নয়। এটা একটি জনসচেতনতামূলক আয়োজন। আজ বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রকৃতির ভারসাম্য রক্ষা করা। প্রকৃতি আমাদের ওপর রুষ্ট। আধুনিক শহর গড়ার জন্য আমরা প্রকৃতি ধ্বংস করছি, যেহেতু প্রকৃতির ওপর আমরা হাত দিয়েছি, সেহেতু প্রকৃতিও আবার আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে। আজ সারাবিশ্বে উত্তাপ বেড়ে গেছে। বিভিন্ন স্থানে পানির স্তর কমে যাচ্ছে, কোথাও বেড়ে যাচ্ছে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং মানুষের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। এটার কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, আগে রাস্তা হবে, গ্যাস, পানি, ইলেকট্রিক যাবে তারপর সেখানে বিল্ডিং হবে। এটা হচ্ছে পরিকল্পিত। কিন্তু এ পরিকল্পনা কিছুই নেই। সবার আগে বাড়ি নির্মাণ করছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মোহাম্মদপুর, আদাবর, লালমাটিয়ায় যারা বসবাস করেন এই এলাকার প্ল্যানটা পাকিস্তান আমলের। সেই সময়ের যে প্ল্যান ছিল সেখানে প্রশস্ত রাস্তা ছিল, এখন সেই প্ল্যান অনুযায়ী অনেক রাস্তা সরু হয়ে গেছে। মানুষ ফুটপাত দখল করেছে। কিন্তু যে পরিমাণ রাস্তা দরকার ছিল সেটুকু নেই। আলো-বাতাস পাওয়ার জন্য একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের দূরত্ব যতটুকু হওয়ার দরকার আজ কিন্তু সেই অবস্থা নেই। তাই প্রকৃতি দমন করা যায় না, দমন করলে ফল ভালো হয় না, স্বৈরাচার শেখ হাসিনাও জনগণকে দমিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছে।