৭২-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে হবে: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,৭২-এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করে নতুন বাংলাদেশের রাষ্ট্রপরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে।
রোববার (২০ জুলাই) রাঙামাটিতে পদযাত্রা, গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,৭২-এর সংবিধানে দেশের সব জনগোষ্ঠীকে অর্ন্তভুক্ত করা হয়নি। বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে অবাঙালিদের সঙ্গে বিভেদ তৈরি করে রাখা হয়েছে। ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের সঙ্গে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে। আমরা সব বিভেদ উর্ধ্বে রেখে সব জনগোষ্ঠীর মর্যদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে চাই। আমরা চাই মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে। এজন্য সবাই মিলে নতুন একটি চুক্তিতে উপনীত হবো যাতে পাহাড় ও সমতলের অধিকার নিশ্চিত হবে।