মাদারীপুরের শিবচরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

0

মাদারীপুরের শিবচরে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (২০ জুলাই) সকালে উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় করা মিছিলের ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, জাতীয় পতাকা সামনে রেখে হরতাল সমর্থনে মিছিলে স্লোগান দিচ্ছে কয়েকজন কিশোর ও যুবক। এসময় ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাটি আমরা শুনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.