বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পাশে রয়েছে বিএনপি: খোকন

0

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট ও দানব সরকার ১৬ বছর এ দেশের মানুষের ওপর অন্যায়, নিপীড়ন, হত্যা, মামলা, গুম এমন কোনো হীন কাজ নেই, যা তারা করেনি। গণতন্ত্রের লেবাসে ভয়ংকর বর্বর স্বৈরশাসক ছিল।

যে শাসক ফেরাউনকেও হার মানিয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিদের স্কুল, নাছিমা কাদির মোল্লা হাই স্কুলে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেকে মামলা খেয়েছে, গুম হয়েছে, মারা গেছে। সর্বশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে তারা নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করেছে ছাত্র-জনতা। নরসিংদীতে তাহমিদের মতো সাহসী সন্তানরা জীবন দিয়েছে। তার স্মরণে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে তাহমিদ চত্বর করা হবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পাশে রয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা শহীদ ও আহতদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শহীদদের আমরা চিরদিন স্মরণীয় করে রাখবো। তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.