ভারতকে ১০ উইকেটে হারাল নিউজিল্যান্ড

0

দুই ইনিংসের একটিতেও দুইশো রানের গণ্ডি স্পর্শ করতে পারল না ভারত। নিউজিল্যান্ডের পেস আক্রমণের সামনে খেই হারাল দলটির তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপ। অল্পের জন্য ইনিংস হার এড়িয়েছে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।

রোববার টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগে নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটে হার মানে টিম ইন্ডিয়া! টেস্টে নিজেদের শততম জয়টা এত স্মরণীয় হবে তা হয়তো কল্পনায়ও ছিল না কিউইদের।

টেস্টে ভারতে সবশেষ হারটি ছিল ২০১৮ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে, ১৪৬ রানে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এটা ভারতের প্রথম ১০ উইকেটের হার।

তৃতীয় দিন শেষেই ওয়েলিংটন টেস্টের গতিপ্রকৃতি যে দিকে মোড় নিয়েছিল, তাতে ভারতের হার অনেকটা অনুমিতই ছিল। তবে এভাবে আত্মসমর্পণ করে মাঠ ছাড়বে কোহলি অ্যান্ড কোং তা অনেকেরই ধারণার বাইরে ছিল।

প্রথম ইনিংসের নিরিখে ১৮৩ রানে পিছিয়ে পড়া ভারত তৃতীয় দিন শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলেছিল। তখনো ইনিংস হার এড়াতে ভারতের দরকার ছিল ৩৯ রান। হাতে ছয় উইকেট থাকায় মনে করা হচ্ছিল ভারত কিছুটা হলেও পাল্টা লড়াই চালাবে।

কিন্তু চতুর্থ দিনের সকালেই টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৯১ রানে। অর্থাৎ ভারতের বাকি ছয়জন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন মাত্র ৪৭ রান যোগ করে।

জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে মাত্র ৯ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। শেষ ইনিংসে ১০ বল ক্রিজে কাটিয়েই কিউইরা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷

প্রথম ইনিংসে ভারতের ১৬৫ রানের জবাবে ৩৪৮ রান করেছিল নিউজিল্যান্ড।

ভারতের বিপক্ষে ১০ উইকেটের এই জয় নিউজিল্যান্ডের কাছে নিঃসন্দেহে মাইলস্টোনসূচক৷ কেননা টেস্ট ক্রিকেটে এটা তাদের ১০০তম ম্যাচ জয়৷

পাশাপাশি রস টেলরের ব্যক্তিগত মাইলফলকও জয় দিয়ে উজ্জ্বল করে রাখে নিউজিল্যান্ড৷ এটি ছিল টেলরের ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ৷

প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া টিম সাউধি দ্বিতীয় ইনিংসে নিয়েছে পাঁচ উইকেট। চার উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।

দুই ইনিংসে নয় উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারটিও নিজের করে নিয়েছেন সাউধি।

এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। দল দুটির দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী শনিবার ক্রাইস্টচার্চে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com