কোনো শিক্ষকের গায়ে হাত দেওয়া হয়নি: জবি ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোনো শিক্ষকের গায়ে হাত তোলা হয়নি বলে দাবি করেছে জবি ছাত্রদল। রোববার (১৩ জুলাই) জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের সই করা এক বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে রফিক বিন সাদেক রেশাদকে প্রশাসনের হাতে তুলে দিতে গিয়ে সংগঠিত ভুল বোঝাবুঝির অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের সঙ্গে কোনো হামলার ঘটনা ঘটেনি।
শিক্ষার্থীদের কোনো উসকানিতে পা না দেওয়ার অনুরোধ করে বিবৃতিতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঘটনার দিনই লিখিতভাবে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। আশা থাকবে তদন্তের মাধ্যমে সব তথ্য প্রমাণ বিশ্লেষণ সাপেক্ষে ঘটনার জট খুলে যাবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ রইলো।