টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে কেমন একাদশ হবে বাংলাদেশের?
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা ভালো কাটেনি বাংলাদেশের। ১৫৪ রানের লক্ষ্য দাঁড় করিয়ে শ্রীলংকার কাছে হেরেছে ৭ উইকেটে। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই দলের সামনে সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ।
টি-টোয়েন্টিতে সময়টা মোটেও ভালো কাটছে না দলের। আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। এরপর শ্রীলংকার কাছেও সিরিজ হারের শঙ্কা এখন।
তিন প্রতিপক্ষের বিপক্ষে শেষ ছয় ম্যাচে জেতেনি বাংলাদেশ। এই ছয় হারে দলকে সবচেয়ে ভাবিয়েছে ব্যাটিং বোলিং দুই বিভাগই। ব্যাটাররা হয় রান পাচ্ছেন না, অথবা পেলেও তা আসছে খুবই মন্থর গতিতে। ওদিকে বোলাররা উইকেট পাচ্ছেন না, নাহয় রান দিচ্ছেন দেদারসে।
ডাম্বুলায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও একই দৃশ্যের দেখা মিলেছে। প্রায় তিন বছর পর দলে ফেরা নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজরা রান করেছেন ওয়ানডে মেজাজে; পারভেজ হোসেন ইমন বাদে বাকিরা অবশ্য তাও পারেননি।
এরপর বোলাররা পাওয়ারপ্লেতেই হজম করেছেন ৮৩ রান। ম্যাচটা তখনই হাত ফসকে বেরিয়ে গেছে বাংলাদেশের।
এমন পারফর্ম্যান্সের পরও সেই একাদশের ওপরই ভরসা রাখতে পারে দল। তাদের নিয়েই নামতে পারে দ্বিতীয় ম্যাচে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দীন।