নির্বাচনকে যারা ভয় পায় তারা প্রেশার গ্রুপ হিসেবেই থাকুক: খসরু

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে যারা ভয় পায়, যারা বিভিন্ন অজুহাতে নির্বাচন পিছিয়ে দিতে চায় এবং নির্বাচন পিছিয়ে তারা মনে করে কিছু শক্তি সঞ্চয় করে নির্বাচন করবে। প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চায়। তাদের প্রতি আমার একটা উপদেশ আপনারা প্রেসার হিসেবে থাকেন না কেন?

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আপনারা আগামী দিনে থাকেন, যারা ক্ষমতায় আসবে তাদের উপর প্রেশার গ্রুপের কাজ করবেন। এটা ভালো জিনিস। এটা থাকা দরকার। সিভিল সোসাইটি দরকার, প্রেশার গ্রুপ দরকার। আপনি প্রেশার গ্রুপ হিসেবে থেকে যান। নির্বাচন প্রক্রিয়াটাকে কেন আপনি ধ্বংস করতে চাচ্ছেন? বাংলাদেশের মানুষের মালিকানার মাধ্যমে যে পরিবর্তন আসতে হবে সেই পরিবর্তনটাকে কেন আপনি বাধাগ্রস্ত করছেন? আপনার পরিবর্তন কেন আমার উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন?

শনিবার (১২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাসদ আয়োজিত ‘অপূর্ণ জাতীয় আকঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এক জায়গায়, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে দেন। কোনো কমিশন আপনার এই সমস্যা সমাধান করতে পারবে না। কোনো বিজ্ঞ ব্যক্তি ঢাকায় বসে বাংলাদেশের মানুষের সমস্যা সমাধান করতে পারবেন না। বাংলাদেশের মানুষকে তার সমস্যা সমাধান করতে হবে একমাত্র নির্বাচনের মাধ্যমে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যে পরিবর্তনের মাধ্যমে আনতে হবে সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। একটা কমিশন হয়েছে, সেখানে সবাই যাচ্ছে এবং মতামত দিচ্ছে যতটুকু ঐকমত্য সম্ভব অতটুকু আপনি করতে পারবেন। আমরাতো সব বাকশাল করতে বসি নাই যে- আমরা এক জায়গায় ঐকমত্য হতে হবে তারপরে নির্বাচন হবে। তারপরে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে। তারপর জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। এটা তো সম্ভব না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.