চট্টগ্রামে ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশু ফাহিমার পাশে ‘আমরা বিএনপি পরিবার’

0

চট্টগ্রামে ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশু ফাহিমার পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। বুধবার (৯ জুলাই) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু ফাহিমার বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় অসহায় ওই পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়া এবং সংশ্লিষ্টদের কাছে ফাহিমার পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যয় বহনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী ফাহিমার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর গুনাগারি ইউনিয়নে। অন্য সাধারণ শিশুদের মতোই বেড়ে উঠছিল, খেলছিল, পড়ছিল স্বাভাবিকভাবেই। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, ফাহিমা মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তারা ছয় ভাই-বোন। তার কৃষক বাবা কোনোমতে সংসার চালান নানা দুঃখ-কষ্ট সয়ে। হঠাৎ এমন বিপদে দিশেহারা হয়ে পড়ে পুরো পরিবার। তবুও হাল ছাড়েননি তারা। নিজেদের সমস্ত কিছু দিয়ে মেয়ের চিকিৎসা চালানো শুরু করেন। নিজের বসতভিটা ব্যতীত সবকিছু বিক্রি করে দেন।

একপর্যায়ে অর্থাভাবে মেয়ের চিকিৎসা বন্ধ হয়ে যায়। এক ইউটিউবার তাদের নিয়ে একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। তা নজরে আসে হাজার মাইল দূরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তারপরই তিনি ‘আমরা বিএনপি পরিবার’-কে মেয়েটির খোঁজখবর ও চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিতে নির্দেশ দেন।

এরপর থেকে মেয়েটির চিকিৎসা ব্যয় বহন করছে ‘আমরা বিএনপি পরিবার’। এর অংশ হিসেবে বুধবার রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ফাহিমার বাবার হাতে নিয়মিত সহায়তার কিছু অর্থ তুলে দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.