নির্বাচনকে বিলম্বিত ও প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে: আবুল খায়ের ভূঁইয়া
নির্বাচনকে বিলম্বিত ও প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
শনিবার (৫ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সাবেক এ সভাপতি আরও বলেন, যতটুকু সম্ভব সংস্কার কমিশন তাদের সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রক্রিয়াটা শেষ করবে। এজন্য আমরা সরকারকে সহযোগিতা করতে বদ্ধপরিকর।
জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল মেম্বার থেকে এমপি পর্যন্ত মনোনয়ন দিয়ে রেখেছে। অন্যদিকে বলছে আমরা সংসদীয় গণতন্ত্র মানি না। এটি হচ্ছে জনগণের সঙ্গে প্রতারণা। দেশে যদি মৌলিক কোনো পরিবর্তন আনতে হয়, তা সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে আনতে হবে। নির্বাচনে যারা মেজরিটি ভোটে আসবে, পার্লামেন্টে বসবে, আলোচনা করে সিদ্ধান্ত নেবে।