ইঞ্জিনিয়ার ইশরাকের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: আমীর খসরু

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আইনগতভাবে তার (ইশরাক হোসেন) মেয়রের দায়িত্ব নেওয়ার কথা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি-আইনের শাসনে যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে ইশরাকের দায়িত্ব নেওয়াটা খুব স্বাভাবিক এবং আমরা সরকারের এই সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণঅধিকার পরিষদের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এই কথা জানান।‘

মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’—গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

কাজী হাবিবুল আউয়ালকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এটা তো উনার মত। উনার মতামতের ওপর আমাদের তো বক্তব্য দেওয়ার কিছু নাই। এখন তো অনেকে ভালো ভালো কথা বলবেই। সব আকাম-কুকাম করে এখন ভালো-ভালো কথা বলে তো লাভ নাই।’

আগামী নির্বাচনে জোট শরিকদের আসন ছাড় নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে খসরু বলেন, ‘এখন তো আমরা এই প্রক্রিয়ায় আসি নাই। নির্বাচনী তফসিল ঘোষণা হবে। নির্বাচনী কার্যক্রম শুরু হলে তখন এই প্রক্রিয়া হবে। আমরা সেই জায়গায় এখনো আসি নাই। যখনই নির্বাচনী কার্যক্রম শুরু হবে, তখন এই আলোচনা হবে। এ নিয়ে সবার সঙ্গে আলাপ-আলোচনা করা হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.