বিএনপি এখন শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, জনগণের দলে পরিণত হয়েছে: মিন্টু
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বিএনপি এখন শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়। নেতাকর্মীদের গণ্ডি পেরিয়ে জনগণের দলে পরিণত হয়েছে।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে। একইসঙ্গে রাষ্ট্র সংস্কারও গুরুত্বপূর্ণ। তবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি বরাবরই সংস্কারে বিশ্বাসী এ কারণে বিএনপির ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কারে মনোযোগ দেয়।
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর উত্তরায় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের জনগণের সার্বিক খোঁজ খবর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এ ৩১ দফা দিয়েই দেশ আধুনিক সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন সম্ভব।
তিনি আরও বলেন, বিএনপি ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যায় অবিচারের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছে। মানুষের লাঞ্ছনা-বঞ্চনার শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছে। তাই দেশের জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত সমৃদ্ধশালী আধুনিক দেশ গড়ে তোলা হবে তারেক রহমানের নেতৃত্বে।
আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে মব জাস্টিস করা হচ্ছে। দ্রুত এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।