জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের নেতৃত্ব: রিতা
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেছেন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের নেতৃত্ব। তাদের এই সাফল্য শুধু পরিবার বা বিদ্যালয়ের নয়, বরং পুরো ঘিওর উপজেলার জন্য গর্বের বিষয়। আমি সকল কৃতী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সময় প্রতিযোগিতামূলক। একজন শিক্ষার্থী শুধু ভালো ফল করলেই হবে না, তার মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। আমি চাই, আজকের এই কৃতী শিক্ষার্থীরা ভবিষ্যতে এমন নেতৃত্ব দিবে, যারা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত থাকবে।
রিতা বলেন, আজকে যারা পুরস্কৃত হচ্ছে, তাদের এই সম্মাননা যেন জীবনের প্রেরণা হয়ে থাকে। একই সঙ্গে যারা কাঙ্ক্ষিত ফল পায়নি, তাদের জন্যও আমার বার্তা- পরিশ্রম করলে সাফল্য একদিন আসবেই। শিক্ষা জীবন অনেক লম্বা পথ, এখানেই সব শেষ নয়।