ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশের মাটিতে আর হবে না: এ্যানি
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আমরা মাঠে সরব থাকবো। আমরা জানান দেবো- ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না। ফ্যাসিবাদের মৃত্যু হয়েছে। ফ্যাসিবাদের দাফন হয়েছে। কোনোভাবে ওই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠে এ প্রজন্মকে, আমাকে-আপনাকে ধ্বংস করবে সেই সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না।’
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘শিক্ষার্থীরা মায়ের সঙ্গে রাজপথে এসেছিল। যারা স্কুলে পড়তো, এসএসসি পরীক্ষা দিয়েছে, আজকে তারা এইচএসসি পরীক্ষা দেবে। এরা মাঠে খুব সরব ছিল। মা-বাবার হাত ধরে মাঠে আন্দোলন করেছে। সে আন্দোলন করতে গিয়ে লক্ষ্মীপুরসহ সারাদেশে হাজার হাজার ছাত্র-জনতাকে তারা (আওয়ামী লীগ) হত্যা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ খুন করেছে। নারীদের খুন করেছে, সাধারণ মানুষকে খুন করেছে। তখনও তারা চিন্তা করেছিল, এ ক্ষমতা চালিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের আন্দোলনের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য যদি পূরণ না হয় জাতির কাছে কিন্তু আমরা জবাব দিতে পারবো না। যদি জাতির কাছে আমরা জবাবদিহি থাকি তাহলে যে লক্ষ্য নিয়ে আমরা রাজনীতি করেছি, যে লক্ষ্যে পৌঁছার জন্য আন্দোলন করেছি, সেই টার্গেটে পৌঁছা আমাদের পক্ষে সম্ভব। আমাদের সবার মধ্যে সে জাগরণ, সে স্পিড ৫ আগস্টের আগেও ছিল, এখনো আছে। এটি ধরে রাখতে হলে দৃঢ় ঐক্য থাকতে হবে।’