বিএনপি মানুষের মাঝে বিস্তৃত, তাই ধাক্কা দিলেই ভেঙে পড়বে, এটি ভাবার কারণ নেই: ডা. জাহিদ
ধাক্কা দিলেই বিএনপি ভেঙে পড়বে, এটি ভাবার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. এ জেড এম জাহিদ বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। দেশের ১৮ কোটি মানুষের মাঝে বিএনপি বিস্তৃত। তাই ধাক্কা দিলেই ভেঙে পড়বে, এটি ভাবার কোনো কারণ নেই। পলায়নকৃত স্বৈরাচারের শত ঘুম, শত হত্যা, লাখ লাখ মামলা, লাখ লাখ আসামি করেও বিএনপিকে দমিয়ে রাখতে পারে নাই।
রোববার (২২ জুন) দুপুরে মৌলভীবাজারের এম. সাইফুর রহমান স্টেডিয়ামে বিএনপির সম্মেলন ও কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য। কোনোভাবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টির সুযোগ কাউকে দেওয়া যাবে না। এই সুযোগ কেউ যাতে নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। স্বৈরাচারের দোসররা আপনার বাড়ির আশপাশেই আছে, আপনার শহরে আছে, গ্রামগঞ্জে আছে। লুণ্ঠিত অনেক অর্থ তাদের কাছে আছে। আপনাকে বা দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করার জন্য বা কুৎসা রটানোর জন্য তারা পথ ও কৌশল অবলম্বন করতে পারে। এই ষড়যন্ত্রে কেউ যাতে আমরা পা না দেই।