ক্রীড়াচর্চা না থাকার কারণে দেশের যুবসমাজ বিপথগামী হচ্ছে: ব্যারিস্টার অসীম

0

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ক্রীড়াচর্চা না থাকার কারণে দেশের যুবসমাজ বিপথগামী হচ্ছে।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির ৮নং রোডে ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

ক্রীড়া খাতে মরহুম আরাফাত রহমান কোকোর অবদান তুলে ধরে ব্যারিস্টার অসীম বলেন, ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে গঠনমূলক কাজে সম্পৃক্ত থাকতে হবে। এ ব্যাপারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.