রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক চাপ প্রয়োগের আহ্বান তারেক রহমানের

0

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২০ জুন) বিশ্ব শরণার্থী দিবসে উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান লেখেন, বিশ্ব শরণার্থী দিবসে আমরা আজ বিশ্বজুড়ে লাখ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া মানুষের সাথে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের জন্য এটি শুধু বৈশ্বিক সঙ্কট নয়, বরং আমাদের প্রতিদিনের বাস্তবতা।

তিনি লেখেন, কক্সবাজারে ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেয়ার পর বাংলাদেশ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি তার মানবিক প্রতিশ্রুতি প্রদর্শন করে চলছে। কিন্তু এই সঙ্কট এখন বিশ্বের অন্যতম গুরুতর সঙ্কটগুলো একটি এবং এর ভার বিপজ্জনকভাবে অস্থিতিশীল পর্যায়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

তিনি সরকারকে উদ্দেশ্য করে লেখেন, আমরা অন্তর্বর্তী সরকারকে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার এবং মিয়ানমারের ওপর টেকসই চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে যে সকল পক্ষই এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে, কারণ সঙ্কট এখনো শেষ হয়নি।

তারেক রহমান আরো লেখেন, আসুন, এই শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত ব্যবস্থা বাস্তবায়ন এবং মেনে চলার প্রতি আমাদের অঙ্গীকার সুদৃঢ় করি যাতে নিশ্চিত করা যায় যে কোনো শরণার্থী ফিরে যাওয়ার বিষয়ে পেছনে পড়ে না থাকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.