যারা বিএনপি ঠেকাতে চায়, জনগণ তাদের ঠেকিয়ে দেবে: প্রিন্স

0

যারা বিএনপি ঠেকাতে চায়, জনগণ তাদের ঠেকিয়ে দেবে জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সারাদেশে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

মঙ্গলবার (১৭ জুন) সকালে ময়মনসিংহের হালুয়াঘাটে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

প্রিন্স বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সারাদেশে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। তবে যারা জটিলতা সৃষ্টি করে রাজনৈতিক সঙ্কট তৈরি করেছিল- তারা অশান্তিতে আছে। তারা নতুন করে জটিলতা সৃষ্টি করতে তৎপর। এরা নানা অজুহাতে বিএনপি ঠেকাতে চায়। যারা বিএনপি ঠেকাতে চায়, জনগণ তাদের ঠেকিয়ে দেবে।

তিনি আরও বলেন, লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের মধ্যদিয়ে নির্বাচন, সংস্কার নিয়ে সৃষ্ট অচলাবস্থা ও অনিশ্চয়তা কেটে গেছে। নির্বাচনী ট্রেনে উঠতে রাজনৈতিক দল এখন স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির অবশ্যম্ভাবী বিজয়ে অতিমাত্রায় আত্মতৃপ্তি বা আত্মতুষ্টির সুযোগ নেই। প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না। অতিরিক্ত আত্মবিশ্বাসে ক্ষতির সম্ভাবনা বেশি।

শৃঙ্খলাভঙ্গকারী ও দলের ভাবমূর্তি নষ্টকারী কাউকে বরদাশত করা হবে না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতা বা হেডম দেখানোর নাম রাজনীতি নয়। দেশ ও জনগণের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করাই বিএনপির রাজনীতির মূলমন্ত্র। কুকর্ম করতে গিয়ে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে কুকর্মকারীদের স্থান বিএনপিতে আর হবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.