আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি: আমীর খসরু

0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু বলেন, ‘আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যাব।’

শুক্রবার (১৩ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আমাদের মধ্যে সিদ্ধান্ত আছে যে, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে। ঐকমত্যের ভিত্তিতে আমরা জুলাই সনদ এবং সংস্কার দুটাই করব।’

সংস্কার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সংস্কার বিষয়ে আমরা সবাই একই কথা বলেছি। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সে বিষয়গুলোতে সংস্কার হবে। সংস্কারের বিষয়টা তো চলমান প্রক্রিয়া। এমন না যে, সব সংস্কার এখনই শেষ করতে হবে। নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে, যেখানে ঐকমত্য হবে। আর নির্বাচনের পরেও এটা অব্যাহত থাকবে। আগে-পরে সংস্কার চলতে থাকবে।’

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে খসরু বলেন, ‘এটা নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। তারেক রহমান যখন ইচ্ছা দেশে ফিরবেন। এটার সিদ্ধান্ত উনিই নেবেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.