বর্তমান সরকার দশ মাসেই সব তালগোল পাকিয়ে ফেলেছে: নুর

0

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বর্তমান সরকার দশ মাসেই সব তালগোল পাকিয়ে ফেলেছে। আমরা শুরুর দিকেই বলেছিলাম দুই বছরের জাতীয় ঐকমত্যের সরকার গঠন করুন। কিন্তু এখন কিছু বলার নেই। এখন বলছি এ পর্যন্ত থাকেন। নির্বাচনের ব্যবস্থা করুন।’

ভিপি নুর বলেন, ‘একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসুক না কেন তা হোক বিএনপি, জামায়াত, গণঅধিকার কিংবা ইসলামী আন্দোলন। যদি তারা অন্যায় করে, জুলুম চালায়, তাহলে সেই সরকারের বিরুদ্ধেও আন্দোলন হবে। অন্তত একটা নির্বাচিত সরকার লাগবেই। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসে না। ব্যবসা-বাণিজ্য উন্নয়ন সম্ভব না, বিনিয়োগ আসে না।’

বুধবার (১১ জুন) দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ছাত্র রাজনীতি মানে শুধু মিছিল করা, মিটিং করা কিংবা ১০-১২ জন মিলে আড্ডা দেওয়া না। ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে সৃজনশীলতা থাকতে হবে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। দেড় দশকের এক ফ্যাসিস্ট রেজিমকে হটিয়েছে দেশের তরুণরাই। এবার আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রদের নেতৃত্ব নিতে হবে তাদের তৈরি হতে হবে সংগঠিত, সৃজনশীল ও সংগ্রামী হয়ে।’

সম্প্রতি এনসিপি নেতা সারজিস আলমের একটি বক্তব্য উদ্ধৃত করে নূর বলেন, ‘ফ্যাসিবাদ যদি আবারও জনগণের ওপর চেপে বসে, ভোটাধিকার হরণ করতে চায় তাহলে অভ্যুত্থান বারবার ফিরে আসবে। কিন্তু আমরা আর সেই রক্তের রাজনীতি চাই না। চাই না প্রাণহানি। চাই না সংঘাত।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.