সবার মিলিত প্রচেষ্টায় আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে হটানো সম্ভব হয়েছে: আলতাফ হোসেন
ছাত্র-শিক্ষক, বাবা-মা, রাজনীতিবিদ ও জনতার মিলিত প্রচেষ্টায় আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে হটানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
মঙ্গলবার (১০ জুন) সকালে পটুয়াখালী শহরের শের-ই বাংলা সড়কের সুরাইয়া ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, এটা সত্য কথা যে, গত ১৫ বছরে আমরা সাধারণ পাবলিক আন্দোলন করে আওয়ামী লীগ হটাতে পারিনি। আমাদের শিশুরা, আমাদের ছাত্ররা আন্দোলন শুরু করেছে। ওদের দেখা দেখি পিতা-মাতারা মাঠে নেমেছেন, শিক্ষকরা মাঠে নেমেছেন। তার দেখা দেখি আমরা সাধারণ পাবলিক মাঠে নেমেছি। সবার মিলিত প্রচেষ্টায় আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা এ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য, মঙ্গলের জন্য সেই আন্দোলন ধরে রাখতে হবে। আমাদের মধ্যে বিভেদ, ঝগড়ার কারণে দেশের মানুষ যদি আন্দোলনের সুফল ভোগ করতে না পারে সেটি হবে দুঃখের বিষয়।
জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছরে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এগুলো ছিল নির্বাচন খেলা। এখন অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা যে নির্বাচন চাচ্ছি সেটা চাই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এজন্য যা করা প্রয়োজন, যেটুক সংস্কার প্রয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন তা করতে হবে। তবে সেটা করার জন্য তো আনলিমিটেড সময় দেওয়া যাবে না। যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো করতে হবে।
আলতাফ হোসেন চৌধুরী তার বক্তব্যে আরও বলেন, আমরা রাজনীতি করি, আমরা তো বলবো কালকে নির্বাচন চাই, তবে কালকে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না সেটা আমাদের দেখেতে হবে।