শিশু উপদেষ্টাদের অপকর্মের দায় সরকারের: কায়কোবাদ
বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদ বলেছেন, শিশু উপদেষ্টাদের কথা আমি বলতে চাই না। শুধু এতটুকু বলব- কোনো শিশুকে যদি তার অভিভাবক হাতে ছুরি ধরিয়ে দেয় এবং সেই শিশু যদি ছুরি দিয়ে কাউকে হত্যা করে এ জন্য কি শিশু দায়ী থাকবে? তেমনি করে শিশু উপদেষ্টাদের হাতে ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা যত অপকর্ম করবে এর জন্য দায়ী থাকবে এই সরকার। ভবিষ্যতে তাদের অপকর্মের বিচার করতে গিয়ে এই সরকারও আসামি হতে পারে।
সোমবার (৯ জুন) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে কায়কোবাদ বলেন, আপনারা এখন থেকে নির্বাচনের কাজে নেমে পড়ুন। নির্বাচন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনারা সবাই দোয়া করেন বিএনপি যেন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে পারে। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে।