গণতন্ত্রে যেমন অধিকার আছে, তেমন দায়িত্বও আছে: ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু গণতন্ত্র হলেই তো হবে না। সে গণতন্ত্রকে বুঝতে হবে। গণতন্ত্রের যেমন অধিকার আছে তেমন দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করলে গণতন্ত্র সত্যিকার অর্থেই প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে। আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই, আমরা অন্যান্য অধিকার ও ছাত্রদের অধিকার চাই।

গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি পূর্বের দিনের সমালোচনা করতে চাই না। কারণ তখনকার অবস্থা আর এখনকার অবস্থা এক না। কিন্তু এটা স্বীকার করতেই হবে, শিক্ষার মান অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে। এটার জন্য কে কত টুকু দায়ী সেট বলেতে চাই না।

শিক্ষাপ্রতিষ্ঠানকে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন, আমরা এত আন্দোলন করি, বিপ্লব, বিদ্রোহ ও গণঅভ্যুত্থান করি, প্রাণ দেই সত্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিক্ষার মান আগের চেয়ে অনেক কমে গেছে। এখন বিশ্বের তুলনায় অনেক নিচে অবস্থান করছি। জাতি ও দেশ পুনর্গঠনে জ্ঞানের কোনা বিকল্প নাই।

তিনি ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, রাষ্ট্রকে সুন্দর করে গড়তে হলে ও একটা সুন্দর জাতি নির্মাণ করতে হলে আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নাই। খেলাধুলা করতে হবে। সবখানেই নিজের যে যোগ্যতা তা প্রমাণ করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.