পানি কখনো মারণাস্ত্র হতে পারে না, পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না: ভারতকে মির্জা আব্বাস

0

ভারত পানিকে মারণাস্ত্র-যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, ‘পানি কখনো মারণাস্ত্র হতে পারে না, পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। সারা বিশ্বের মধ্যে একমাত্র ভারত দেখিয়ে দিলো পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে তারা এ কাজ করতে পারে!’

রোববার (৪ মে) বিকেলে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও অবিলম্বে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত গণপদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শুধু তিস্তা নয়, আজ সারাদেশের ৫৪টি অভিন্ন নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের এই দাবি, তিস্তার ন্যায্য হিস্যা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়বো।’

‘আমরা বকশিশ চাই না, আমরা ভিক্ষা চাই না’ মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ‘আমরা হিসাবের পাওনা চাই। আমাদের পাওনা দিতে হবে। আজ না হোক কাল, কাল না হয় পরশু। যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন আর থামবে না। শুধু আমরা একটা সরকারের অপেক্ষায় আছি। যে সরকার আমাদের দেশের মানুষের কথা বলবে, মানুষের মনের ভাষা বুঝতে পারবে। যে সরকার মানুষের দাবি পূরণের ক্ষমতা রাখবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.