প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে সীমাবদ্ধতা থাকলেও কার্যক্রম শুরু করা জরুরি: নজরুল
প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে সীমাবদ্ধতা থাকলেও কাজ শুরু করা জরুরি, এমন মত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশন অডিটোরিয়ামে ‘সেমিনার অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াস্পোরা বাংলাদেশিস’ শীর্ষক অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধি দলের অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত নির্বাচন কমিশনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কারণ, আমরাই প্রথম এ দাবি তুলেছিলাম। ২০১৪ সালের আরপিও সংশোধনের সময়, ২০১৬ সালে খালেদা জিয়ার নির্বাচন সংস্কার প্রস্তাবেও এটি ছিল। এমনকি ২০২২ সালের ২৭ দফা এবং ২০২৩ সালের ৩১ দফাতেও বিষয়টি উল্লেখ আছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন অনলাইন, পোস্টাল ও প্রক্সি -এই তিন পদ্ধতির কথা বলেছে। এর মধ্যে সবচেয়ে সহজ, গ্রহণযোগ্য ও সাশ্রয়ী পদ্ধতি নির্বাচন করুক ইসি, এটাই আমাদের প্রত্যাশা।”
প্রবাসীদের ভোটে জাতীয় পরিচয়পত্র ছাড়াও পাসপোর্টকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন তিনি। তার মতে, অনেক প্রবাসীর এনআইডি নেই। কিন্তু পাসপোর্ট রয়েছে। ফলে ভোটাধিকার প্রয়োগে পাসপোর্টকে অন্তর্ভুক্ত করাই বাস্তবসম্মত।
নজরুল ইসলাম খান আক্ষেপ করে বলেন, বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যের শ্রমজীবীরা নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখলেও তাদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। তাদের ভোটাধিকার নিশ্চিত করে উন্নয়নের অংশীদার হিসেবে সম্মান জানানো উচিত।