চট্টগ্রামে ইয়াবা কারবারির কাছে মিললো পুলিশের স্টিকার-ব্যাগ-কেডস
চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ শাহাদাৎ হোসেন ওরফে সাদ্দাম এবং হেলাল নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (১৪ এপ্রিল) নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ মোড় এবং কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকা থেকে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১৫টি চোরাই মোবাইল ফোন, মাদক ও চোরাই পণ্য বিক্রির নগদ দুই লাখ ৪০ হাজার টাকা, সিএমপির ২৮টি মনোগ্রামযুক্ত স্টিকার, পুলিশ বাহিনীর সরবরাহ করা দুটি কাঁধ ব্যাগ এবং দুই জোড়া কেডস উদ্ধার করা হয়।
গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিএমপির গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হামজারবাগ মোড় থেকে ৫০০ পিস ইয়াবাসহ সাদ্দাম নামের এক মাদক কারবারিকে প্রথমে গ্রেফতার করা হয়। এসময় তার স্বীকারোক্তি মোতাবেক হেলালকে নন্দনকাননের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা, ১৫টি মোবাইল সেট, দুই লাখ ৪০ হাজার টাকা, পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার, ব্যাগ, কেডস জব্দ করা হয়।