জাতীয়তাবাদী দল সব সময়ই মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে চায়: আফরোজা আব্বাস
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন আমরা মিলিয়ে খাবার দল, ছিনিয়ে খাবার দল না। আমরা বিলিয়ে খাওয়ার দল করি, যাতে একমুঠো ভাত সবাই মিলে খেতে পারি।
বরগুনায় আলোচিত মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধারের ঘটনায় তারেক রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারের সঙ্গে দেখা করে আফরোজা আব্বাস এসব কথা বলেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি করইতলা এলাকার নিহত মন্টুর বাড়িতে গিয়ে সাক্ষাতের পর বিএনপির পক্ষ থেকে ওই পরিবারকে আইনি সহায়তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আফরোজা আব্বাস বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভুক্তভোগী এ পরিবারের খোঁজ নিয়ে তাদের পাশে দাঁড়াতে এসেছি। অনেকেই এ পরিবারটির খোঁজ নিয়েছেন, তবে আমার মনে হয় সবার আগে তারেক রহমানই পরিবারটির সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নিহত মন্টুর স্ত্রীকে তারেক রহমান বলেছেন, ‘বোন আমি আপনার পাশে আছি, আমার দল আপনার পাশে আছে এবং সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি।’ পরবর্তীতে তিনি আমাকেও কল করে এই পরিবারটির পাশে এসে দাঁড়ানোর জন্য বলেন।
তিনি আরও বলেন, যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটছে সেখানেই জাতীয়তাবাদী দল ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছে। আমরা দেশে থেকেও অনেক খবর পাই না, কিন্তু আমাদের চেয়ারম্যান বিদেশে থেকেও ঠিকই বরগুনার এ ঘটনাটি জানতে পেরেছেন। জাতীয়তাবাদী দল সব সময়ই মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে চায়। আমরা যাতে সবাই একত্রে মিলে ভালো থাকতে পারি সে চেষ্টাই করি। যে ঘটনাটি বরগুনায় ঘটেছে সেটি আসলে ঘটার কথা ছিল না। এ কারণেই আমরা যদি মিলেমিশে একত্রে থাকি, তাহলে এ ধরনের ঘটনা কমবে। যদি কোনো ঘটনা ঘটে অনেকই মনে করে কেউ তাদের পাশে নেই, এমনটা মনে করার কিছু নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় পাশে আছেন। তিনি দূরে বসেই আমাদের মাধ্যমে সকলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন।
আফরোজা আব্বাস বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়িয়েছেন। মহিলা দলকেও সব সময় নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়াতে বলেছেন। পরিবারটিকে হয়তো অনেক ভালো রাখতে পারব না, কিন্তু অনেক খারাপও থাকবে না ইনশাআল্লাহ। এছাড়াও ভুক্তভোগী পরিবারটিকে আইনি সহায়তাসহ সকল প্রকার সহযোগিতা দিতে বিএনপি যথাসম্ভব পাশে থাকবে বলেও জানান তিনি।