৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার

0

৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ইজতেমাকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়াতে চায় তারা বিভ্রান্তি ছড়াতে পারছে না। আখেরি মোনাজাতের আগে সকাল ছয়টা থেকে ঢাকার ৩০০ ফিটের মাথায়, ধওর ব্রিজের মাথায় এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে। ইজতেমা ময়দানের মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

তিনি বলেন, শনিবার পর্যন্ত বিশ্ব ইজতেমায় কোনো প্রকার নিরাপত্তার শঙ্কাবোধ করা হচ্ছে না। আমরা মুসল্লিদের সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। ইজতেমা কর্তৃপক্ষ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছে। তারাও নিরাপত্তার দিকটি দেখছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই ইজতেমার প্রথম পর্বটি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com