কেউ অপকর্ম করলে বিএনপিতে তার ঠাঁই হবে না: তারেক রহমান
কেউ অপকর্ম করলে বিএনপিতে তার ঠাঁই হবে না জানিয়ে জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে যেসব নেতাকর্মী দলের ভাবমূর্তি, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মে জড়িত তাদের বহিষ্কারের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়ের ব্যাপারে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।
গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনা মহানগর ও জেলা, সাতক্ষীরা জেলা, বাগেরহাট জেলা বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে, এ আস্থা যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না। জনগণের বিপক্ষে কাজ করলে কী হয় ৫ আগস্ট তার প্রমাণ। বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এ আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে। এখানে আমাদের স্বার্থপর হতে হবে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি।
এসময় নেতাকর্মীদের দাবির সঙ্গে একমত পোষণ করে জলাবদ্ধতা নিরসনে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদী খননে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।