ভবিষ্যদ্বাণীতে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের সম্ভাবনা দেখছেন না আথারটন-নাসের
আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই আসর সামনে রেখে এখন নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ৮টি দল। দল ঘোষণার পর্বও শেষ। যা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।
শক্তিমত্তায় এগিয়ে কোন দল। কোন দলের দুর্বলতায় বা কী, শিরোপায় বা উঠতে যাচ্ছে কার হাতে এসব নিয়ে হচ্ছে নানা আলোচনা। সেই আলোচনায় এবার যোগ দিয়েছেন ইংল্যান্ডের দুই কিংবদন্তি মাইকেল আথারটন ও নাসের হোসেন। চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য জয়ী দলের নাম ভবিষ্যদ্বাণী করেছেন দু’জনে। তবে তাদের কেউ-ই সে জয়ী দলের সম্ভাব্য তালিকায় রাখেননি ভারতকে।
স্কাই স্পোর্টসের ক্রিকেট পডকাস্টে চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য জয়ী দল হিসেবে আথারটন বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে নাসের হোসেন সম্ভাব্য জয়ী দল হিসেবে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকে।
আথারটন তার চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যদ্বাণীতে বলেন, ‘আমি দক্ষিণ আফ্রিকার পক্ষে যাব যেমনটি আমি প্রতিটি গ্লোবাল টুর্নামেন্টে করি। যতক্ষণ না তারা একটি শিরোপা জিতবে। দক্ষিণ আফ্রিকাকে শক্তিশালী বলে মনে হচ্ছে। আইসিসি ইভেন্টে তাদের কুফা ভাঙার সময় এসেছে।’
আথারটনের এমন কথার পর অবশ্য সবশেষ বিশ্বকাপে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হারের দুঃসহ স্মৃতি মনে করিয়ে দিয়েছেন নাসের। তবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তার বাজি অস্ট্রেলিয়ার পক্ষে।
চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য জয়ী নিয়ে নাসের বলেন, ‘অস্ট্রেলিয়া কার্যত সব জিতেছে। যদিও তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি, ভারত জিতেছিল। আমি মনে করি অস্ট্রেলিয়া এই একটি কারণেই এক নম্বরে রয়েছে। আমি আবারও ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের সম্ভাবনা দেখছি।’