গ্যাসের দাম না বাড়িয়ে অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদার করতে হবে: মিন্টু

0

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু গ্যাসের দাম বৃদ্ধির পদক্ষেপের বিরোধিতা করেছেন।

তিনি সতর্ক করে বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে।

তিনি বলেন, আমরা চাই না সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) ক্রমাগত ভর্তুকি প্রদান করুক, তবে একই সঙ্গে আমরা এটা চাই না যে, গ্যাস চুরি হোক, অবৈধভাবে ব্যবহার হোক এবং গ্যাসের অপচয় ঘটুক।

আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, গত নভেম্বর মাসে ৭ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস। এর মধ্যে ৯৭টি শিল্পকারখানা, ৫৬টি বাণিজ্যিক ও ৬ হাজার ৮৫১টি আবাসিক সংযোগ রয়েছে। এসব সংযোগের মাধ্যমে অবৈধভাবে মোট ১৯ হাজার ৫৬৯টি বার্নার গ্যাস পোড়াচ্ছিল। দাম না বাড়িয়ে অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদার করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com