অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে: দুলু

0

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হতে হবে। শক্ত হাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার নিয়ন্ত্রণ করতে না পারলে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রাখবে। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিলে নির্বাচিত সরকার এলে এসব অপতৎপরতা বন্ধ হয়ে যাবে।

শনিবার বিকালে নাটোর সদরের ছাতনী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বিপদে পড়লে আল্লাহর ওপর ভরসা করি আর পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভরসা ভারতের ওপর। শেখ হাসিনা বিপদে পড়লে তার একমাত্র জায়গা ভারত। ভারত সরকারের বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো দরদ নেই, ভারতের সব দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য। কারণ হাসিনা ক্ষমতায় থাকলে তারা আমাদের দেশকে ইচ্ছেমতো লুটপাট করতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com