দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হলে নির্বাচিত সরকার গঠন করা জরুরি: ফারুক

0

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ড. ইউনূস আপনাকে আমরা এখনও বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। তিনি বলেন, ড. ইউনূসকে বলবো, আপনি ২০২৫ না ২০২৬, নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি।

জয়নুল আবদিন ফারুক বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের কয়েকদিন আগে সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকরা বাংলাদেশের প্রবেশ করেছিল।

বৃস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিব্রতকর বক্তব্যের প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৬ ডিসেম্বরের বিজয় বাংলাদেশের জনগণের। এ দেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে। ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না। ভারত যদি গণতন্ত্র চাইতো তাহলে ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা কখনও ক্ষমতায় আসতে পারতো না। মমতা, প্রিয়াঙ্কা তাদেরও তলে তলে ব্যথা। আপনারা কেন মোদিকে সমর্থন করেন? শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত পাঠান। যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এটা চান।

চট্টগ্রামের সার্কিট হাউজে শহীদ জিয়াকে হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপি এই নেতা বলেন, আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com