আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে: এ্যানি

0

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি বলেছেন , দেশে আজ গণতন্ত্র নেই। আন্দোলনের মাধ্যমেই হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। অধিকার ফিরিয়ে আনতে হবে। 

শনিবার (১৫ ফেব্রুয়রি) বিকেলে নতুনহাট এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভয় পায়। আর সে কারণেই তাকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। সরকার বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে এবং দলের নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন, হয়রানি করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। এটি করা হলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। 

মতবিনিময় সভায় অন্যান্যদের মধে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল, সহভাপতি ফজলুর রহমান,অধ্যক্ষ শামছুল হক,সাবেক সংসদসদস্য আবু ইউছুফ খলিলুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান, গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ডিউক, জেলা য্দুলের সভাপতি  ওবাইদুর রহমান সুইট,জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com