আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে: মান্না
নাগরিক ঐক্য’র সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে।
জনগণ দেশে কোনো নির্বাচিত সরকার পায়নি। দিনের ভোট রাতে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে। সকল মন্ত্রণালয়ে তাদের নেতাকর্মীরা এককভাবে কাজ করেছে। যে কারণে দেশের ১৮ কোটি জনগণ সব কিছু থেকে বঞ্চিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য জেলা কমিটির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও এখনও তার দোসরার দেশের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে। তারা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করার জন্য ষড়যন্ত্র করছে। তাদের কোনো ষড়যন্ত্র আর বাস্তবায়ন হতে দেওয়া যাবে না।