দেশনেত্রী বন্দি নয় গণতন্ত্র বন্দি: আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আজকে কিন্তু দেশনেত্রী বন্দি নয়, গণতন্ত্র বন্দি, দেশের মানুষ বন্দি, দেশের মানুষের কথা বলার অধিকার বন্দি। দেশনেত্রীর মুক্তির মাধ্যমে এই দেশের মানুষ মুক্তি পেতে পারে।’
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিসি এসব কথা বলেন। এদিন পুলিশের বাধা উপেক্ষা করে দুপুর ২টার দিকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেন।
মির্জা আব্বাস বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আহবানে শত প্রতিকুলতার মাঝে আপনারা একত্রিত হয়েছেন আমি নিঃসন্দেহে আপনাদের অভিনন্দন জানাই। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে এই সাহস ও শক্তি আমাদের এগিয়ে নিয়ে যাবে।’
তিনি বলেন, ‘আমাদেরকে সমাবেশ করতে বাধা দিবে। কিন্তু প্রতিবাদ থাকবে। জেলখানায় ভরুক (রাখাহোক) কিন্তু থাকবে প্রতিবাদ। আমাদের খুন করুক, তাও প্রতিবাদ থাকবে। এই প্রতিবাদ চলতেই থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে কোন প্রক্রিয়ায় বের করতে হবে ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘প্রিয় ভাইয়েরা আজকে কিন্তু দেশনেত্রী বন্দি নয়। গণতন্ত্র বন্দী। দেশের মানুষ বন্দী। দেশের মানুষের কথা বলার অধিকার বন্দি। স্বাধীনতা বিপন্ন। দেশনেত্রীর মুক্তির মাধ্যমে এই দেশের মানুষ মুক্তি পেতে পারে। দেশের সকল জায়গায় বিক্ষোভ মিছিল হচ্ছে। এবার আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করব ইনশাআল্লাহ।’
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থানী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন্ নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক খায়রুল কবির খোকন, ইমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করা প্রকৌশলী ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।