নবিজী (সা.) বলেছেন ‘৩টি আমলে জান্নাতে প্রবেশ করো’
তিনটি ছোট ছোট উপদেশ। যার বিনিময়ে জান্নাত সুনিশ্চিত। হাদিসের বর্ণনাটিও এমন। কিন্তু জান্নাতে যাওয়ার ছোট ও সহজ আমল ৩টি কী? এ সম্পর্কে কী বলেছেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম?
হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
১. তোমরা দয়াময় রহমানের ইবাদত করো;
২. মানুষকে খাবার দাও এবং
৩. সালামের ব্যাপক প্রচলন করো।
তাহলে তোমরা জান্নাতসমূহে প্রবেশ করতে পারবে।’ (আদাবুল মুফরাদ, তিরমিজি, ইবনে মাজাহ, দারেমি, মুসনাদে আহমাদ, ইবনে হিব্বান)
ঈমানদার মুমিন মুসলমানের জন্য প্রতিটি আমলই সহজ এবং ছোট। কেননা প্রতিটি ঈমানদার বান্দাই আল্লাহর ফরজকৃত ইবাদতগুলো করে থাকেন। নিজেদের মধ্যে কেউ ক্ষুধার্ত থাকলে তাকে খাবার দিয়ে সহযোগিতা করেন। আবার একজন মুসলিম আরেকজনকে দেখলে সালাম বিনিময় করে থাকেন। এ কারণেই প্রত্যেক মুমিনের জন্য উল্লেখিত তিনটি আমল তুলনামুলকভাবে ছোট ও সহজ।
সুতরাং প্রত্যেক মুমিন মুসলমানের উচিত, সুনিশ্চিত জান্নাত পেতে সহজ ও ছোট ছোট আমলগুলো যথাযথভাবে মেনে চলা। মহান দয়ালু আল্লাহর ইবাদত-বন্দেগি করা। অনাহারির মুখে খাবার তুলে দেওয়া। পরস্পরের মাঝে সালামের ব্যাপক প্রচার ও প্রসার করা। এ আমলগুলো করার মাধ্যমে নিজেদের জন্য জান্নাতকে সুনিশ্চিত করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের উপর আমল করে জান্নাতের চিরস্থায়ী মেহমান হওয়ার তাওফিক দান করুন। আমিন।