খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়ায় বিএনপির সমাবেশ
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় বগুড়া শহরের নবাববাড়ীতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংগঠনের জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় খালেদা জিয়ার মুক্তি দাবি করে বক্তারা বলেন, আপনারা চুড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিন।
সমাবেশে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, যুগ্ম আহবায়ক ফজলুল বারি তালুকদার বেলাল, জয়নাল আবেদিন চান, আলী আসগড় তালুকদার হেনা, লাভলী রহমান, রেজাউল করিম বাদশা, সহিদ উন নবি সালাম, মোশারফ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান বকুল, ওমর ফারুক খান, আহসানুল তৈয়ব জাকির, জেলা কৃষক দলের আহবায়ক আকরাম হোসেন মন্ডল, মাজেদুর রহমান জুয়েল, সরকার মুকুল, যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুল কবির, মৎসজীবী দলের আহবায়ক ময়নুল হক বকুল, ছাত্র দলের জেলা সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম ছিদ্দিকী রিগ্যান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন খায়রুল বাসার।