খালেদা জিয়াকে মুক্ত করতে জীবন দিতে হবে — ইকবাল হাসান মাহমুদ টুকু –
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আন্দোলন করতে হবে, সবাইকে একত্রিত করতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। তাহলেই পারবো জেলের তালা ভেঙে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে।
শনিবার, ফেব্রুয়ারি ১৫ , ২০২০, দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি হেডকোয়ার্টার্সের সামনে গণতন্ত্রের মা, অন্যায় কারাবন্দি, নিরপরাধ, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য এই কথা বলেন।