খালেদা জিয়া মুক্তি আন্দোলন ফজলুল হক মিলনসহ তিনজন আটক
গণতন্ত্রের মা, অন্যায় কারাবন্দি, নিরপরাধ, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২০, দুপুরে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলে অংশ নিতে যাওয়ার সময় রাজধানীর নাইটেংগেল মোড় থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে আটক করে পুলিশ।
এর আগে সকালের দিকে নয়াপল্টনে কার্যালয়ের সামনে থেকে দুই কর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেছে বিএনপি।