খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বিএনপির বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ দুপুরে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। এরই মধ্যে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা।
চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই কার্যালয়ের সামনে হাজির হতে থাকেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ সময় তার মুক্তির দাবিতে স্লোগান দেন তারা।
এদিকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র কোরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হওয়ার কথা। যেখানে দলের মহাসচিবসহ শীর্ষ নেতারা যোগ দেবেন।