0

মশার ওষুধ কেনায় পদে পদে দুর্নীতি: টিআইবি

দেশে গত কয়েক বছর ধরে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকলেও জাতীয় ও স্থানীয় পর্যায়ে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ ও প্রতিরোধকে যথাযথ গুরুত্ব দেয়া হয়নি।

অনিয়ম ও দুর্নীতির কারণে কীটনাশক ক্রয়ে যথাযথভাবে সরকারি ক্রয় আইন অনুসরণ করা হয় না।

‘ঢাকা শহরে এডিশ মশা নিয়ন্ত্রণে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এসব তথ্য তুলে ধরেছে।

রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে বুধবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, গবেষক মো. জুলকার নাইন, মো. মোস্তফা কামালসহ অন্যরা।

প্রতিবেদনে বলা হয়, এডিশ মশা নিধনে মানহীন কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ডেঙ্গুর প্রকৃত চিত্র চিহ্নিত, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সংশ্লিষ্ট দফতর এবং বিভাগের মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি রয়েছে।

এতে আরও বলা হয়, বিক্ষিপ্তভাবে লোক দেখানো অকার্যকর কার্যক্রম গ্রহণ এবং সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট অন্য অংশীজনের মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে সীমাবদ্ধতা, অনিয়ম-দুর্নীতির কারণে সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।

এতে লক্ষাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান বলেন, ডেঙ্গু একটি বৈশ্বিক সমস্যা। আমাদের পার্শ্ববর্তী প্রায় সব দেশেই রয়েছে।

জাতীয়ভাবে এটিকে মোকাবেলা করার জন্য সুচিন্তিত কৌশল ছিল না। যথাযথ গুরুত্ব দেয়া হয়নি। যেটি আমরা দেখছি সেটি অ্যাডহকভিত্তিতে পদক্ষেপ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com