দশ বছরে ৯ লাখ কোটি টাকা পাচার হয়েছে: রিজভী

0

গত এক দশকে নয় লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের নীরবতাই প্রমাণ করে এই ডাকাতির সঙ্গে তারা জড়িত।

গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘নব্য বাকশালী নিশিরাতের সরকার আছে বলেই গত এক দশকে নয় লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে ৮১০ কোটি টাকা লোপাট হয়েছে। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো হয়ে পড়েছে দেউলিয়া। এসব প্রকাশ্য ডাকাতিতে নিশিরাতের সরকারের নীরবতাই প্রমাণ করে ডাকাতির সঙ্গে তারা জড়িত।’

তিনি বলেন, ‘খোদ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে বলা হচ্ছে- দেশের শীর্ষ তিনজন গ্রাহক যদি কোনো কারণে ঋণ খেলাপি হন, তাহলে দেশের ২১ ব্যাংক মূলধন সংরক্ষণে ব্যর্থ হবে। আর মাত্র ৭ জন শীর্ষ গ্রাহক খেলাপি হলে ৩৫টি ব্যাংক এবং ১০ জন শীর্ষ গ্রাহক খেলাপি হলে ৩৭টি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়বে।’

‘এর অর্থ দাঁড়ায়- বাংলাদেশের ব্যাংকগুলো এবং ব্যাংকগুলোতে গচ্ছিত দেশের জনগণের সম্পদ হাতে গোনা কয়েকজন ব্যক্তির কাছে জিম্মি’ মনে করেন বিএনপির এই মুখপাত্র।

তিনি প্রশ্ন রেখে বলেন, “তাহলে কি ‘কথাই’ এই সরকারের উন্নয়ন? কাদের উন্নয়ন কিংবা কাদের জন্য উন্নয়ন? আসলে পর্বত-প্রমাণ দুর্নীতিই এদের উন্নয়ন।”

এ সময় বিএনপি কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে রিজভী বলেন, ‘অসুস্থ খালেদা জিয়াকে কারাগারে অমানবিক নির্যাতন করা হচ্ছে। আমরা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু ও অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com