লালমনিরহাটে চুরির অভিযোগে মারপিটে রিকশা চালকের মৃত্যু

0

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চুরির অভিযোগে মারপিটে আহত অটোরিকশার চালক হাসানুর রহমানের (২৯) মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।

এর আগে গত ১১ নভেম্বর পাটগ্রাম পৌরসভার ঠাকুরবাড়ি এলাকার ইউনুস আলীর বাড়িতে তাকে আইপিএসের ব্যাটারী চুরির অভিযোগে তাকে ও তার স্ত্রীকে মারপিট করেন বাড়ির মালিক ও স্বজনরা।

স্থানীয়রা ও নিহতের স্বজনেরা জানায়, গত ১১ নভেম্বর বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুস আলীর ঠাকুরবাড়ি এলাকার বাসার একটি আইপিএসের ব্যাটারি হাসানুরের রিক্সায় পায় স্থানীয়রা। এতে ব্যাটারি চুরি করেছে বলে তাকে আটক করে বেধড়ক মারপিট করে ইউনুস আলীর ছেলে ও স্বজনেরা। খবর পেয়ে হাসানুরের স্ত্রী বিলকিস বেগম (২৫) স্বামীকে ছাড়িয়ে নিতে গেলে তাকেও মারপিট করা হয়। গুরুত্বর আহত অবস্থায় হাসানুরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায় তাঁর স্ত্রী।

এ ঘটনার পাঁচদিন পর শনিবার দুপুরে আহত অটোরিকশা চালক হাসানুর নিজ বাড়িতে মারা যান। হাসানুরের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ প্রতিশেীরা ইউনুস আলীর বাসা ও তাঁর ছেলেদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবি করে। চুরির মিথ্যা অভিযোগে হাসানুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে দাবি করে বিক্ষুব্ধ জনতা ঘাতকদের বিচার দাবি করেন। এ সময় দোকান বন্ধ করে সরে পড়েন অভিযুক্তরা।

হাসানুরের ছোট ভাইয়ের স্ত্রী শাহানাজ পারভীন বলেন, ‘আমার ভাসুর নাকি আইপিএসের ব্যাটারি বের করে গাড়িতে তুলেছে। স্থানীয়রাসহ ওই বাড়ির লোকজনেরা মারপিট করেছে। হাসানুরের বুকের হাড় ভেঙে গেছে। মানুষের কাছে শুনে আমার জা (হাসানুরের স্ত্রী) ছুটে গেলে তাকেও মারধর করেছে। লোকজনের পায়ে-হাতে ধরে হাসানুরকে নিয়ে আসেন। ভাসুর হত্যার বিচার চাই।’

হাসানুরের ছোট ভাই আনিসুর রহমান বলেন, “আমার ভাই ঠাকুরবাড়িতে ভাড়া নিয়ে গেছে। কে বা কারা তার রিক্সায় ব্যাটারি উঠায়ে দেয়। সেটা নিয়ে আসার সময় ব্যাটারি চুরির সন্দেহে ইউনুস আলীর ছেলে কাদের, তার ভাই এবং স্থানীয় লোকজন তাকে ধরে বেধড়ক মারধর করেছে। এ মারধরে আহত ভাই হাসানুর শনিবার মারা গেছে।”

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com