গণঅভ্যুত্থান শহীদদের রক্তের ঋণ শোধ করতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে: জামায়াত

0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেলারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার বলেছেন, এমন নির্বাচন হতে হবে, যাতে রাজনৈতিকভাবে ফ্যাসিবাদের কবর রচিত হয়। এজন্য জাতীয় ঐক্যের প্রয়োজন।

গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট খানজাহান আলী আদর্শ আলীম মাদরাসা ময়দানে জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরওয়ার বলেন, গণঅভ্যুত্থান শহীদদের রক্তের ঋণ শোধ করতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে। যারা দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। যারা প্রকাশ্যে ফ্যাসিবাদের দোসর ছিলেন, তাদের উপদেষ্টা পরিষদে থাকা উচিত নয়। আমলাদের মধ্যে সাড়ে সাত লাখ ফ্যাসিবাদের দোসর রয়েছে। সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদীদের হঠাতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com