প্রস্তুত বিএনপি, আগামীকাল ঐতিহাসিক মিছিলের ইঙ্গিত

0

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল ঐতিহাসিক বিক্ষোভ মিছিল হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘দেশনেত্রীর মুক্তির দাবিতে আগামীকাল দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি ঐতিহাসিক বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের দিকে অগ্রসর হবে। এজন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলটি সফল করার জন্য দফায় দফায় বৈঠক করেছেন। দলের সকল নেতাকর্মীকে দুপুর দুইটার মধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।’

শুক্রবার (১৪ ফেব্রয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে গত বুধবার (১২ ফেব্রুয়ারি)  দুপুরে নয়াপল্টনে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ঘোষণায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দেন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com