মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নিয়ে হাইকমিশনের নতুন সিদ্ধান্ত
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্টিংয়ের জন্য অপেক্ষমান মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) পরিবর্তে ই-পাসপোর্ট প্রাপ্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্টের বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও মেশিন রিডেবল পাসপোর্টের প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে।’
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ২৮ অক্টোবর তারিখের ৫৮.০১.০০০০.২০২.৩৫.০২০.২০/১২৩৭ নং স্মারকের মাধ্যমে জানানো হয়েছে, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমান রয়েছে এমন আবেদনকারীদের ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ফি (ই-পাসপোর্ট আবেদন ফি এমআরপি আবেদন ফি = অতিরিক্ত ফি, যেমন: ভিসা ক্যাটাগরি সাধারণ শ্রমিক ছাত্র-ছাত্রীদের ৫ বছরের ৪৮ পাতার পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে ১৯৬ রিঙ্গিত ১৪৫.০০ = আরএম ৫১.০০ অতিরিক্ত) জমা প্রদান সাপেক্ষে আবেদন করলে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ই-পাসপোর্ট দেওয়া হবে।
এতে আরও বলা হয়, ২৯ অক্টোবর থেকে মেশিন রিডেবল পাসপোর্টের রিইস্যু জন্য কোনো ধরনের আবেদন পাঠানো/জমা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন দুঃখ প্রকাশ করছে।
এ দিকে মালয়েশিয়ায় পাসপোর্টের জন্য প্রবাসীদের মাঝে চলছে হাহাকার। ওয়ার্ক ভিসা নবায়নের জন্য প্রতিদিন শত শত প্রবাসী কর্মী কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে ধরনা দিচ্ছেন। আবেদন করার পর ৪ থেকে ৫ মাসেও অনেকের ভাগ্যে পাসপোর্ট যুটছে না।
একাধিক ভুক্তভোগী এ তথ্য জানিয়েছেন। প্রতিদিন শত শত প্রবাসী তাদের স্বপ্নের পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করে এবং নির্দিষ্ট সময়ে পাসপোর্ট হাতে পাবার অপেক্ষমান থাকাবস্থায় হাইকমিশন ও বাংলাদেশের পাসপোর্ট বিভাগের হটকারী সিদ্ধান্তে আরোও দিশেহারা হয়ে পড়েছেন প্রবাসীরা।