দেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় তিন কোটি: ৯১ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত

0

বিশ্বের প্রতি ছয়জনে একজন কোনো না কোনোভাবে মানসিক রোগে আক্রান্ত বলে ধারণা করা হয়। এ হিসেবে বাংলাদেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় তিন কোটি।

বিশাল অংকের এই মানসিক রোগীদের মধ্যে ৯১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানসিক রোগী এবং ৯৪ দশমিক ৩ শতাংশ শিশু মানসিক রোগী চিকিৎসাসেবার বাইরে থেকে যাচ্ছে।

মানসিক রোগের কারণ হিসেবে নগর জীবনের ব্যস্ততা, আর্থ-সামাজিক অবস্থা, হতাশা-অপ্রাপ্তি, অনলাইনে অতিরিক্ত সময় কাটানো, খেলাধুলা-সাংস্কৃতিকচর্চার ঘাটতিকে দায়ী করা হয়।

মানসিক রোগ থেকে মুক্তি পেতে গৃহ এবং কর্মস্থলে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যময় সম্পর্ক গড়ে তোলা বা বন্ধুত্বপূর্ণ আচরণ এবং পরিবারে সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত বক্তারা এ তথ্য তুলে ধরেন।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় বুধবার (৩০ অক্টোবর) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com