দেশে গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে তথ্যের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ: সমাজকল্যাণ উপদেষ্টা

0

দেশে গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে তথ্যের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

বুধবার (৩০ অক্টোবর) সকালে গুলশানে দ্য কার্টার সেন্টার এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘তথ্য অধিকার প্রাপ্তিতে নারীর অগ্রগতি প্রকল্প’র বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ প্রকল্পের মাধ্যমে তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য তথ্যের অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ আয়োজনের আহ্বান জানান তিনি।

১৯৭১ সাল থেকে বাংলাদেশের যুবসমাজ এবং জনগণের ত্যাগের কথা স্মরণ করানোর গুরুত্ব তুলে ধরে শারমিন এস মুরশিদ বলেন, আমাদের জাতি পুনর্গঠনের জন্য আরও একটি সুযোগ দেওয়া হয়েছে। গোপনীয়তার সংস্কৃতি পরিবর্তন করে তথ্য প্রকাশকে উৎসাহিত করতে হবে। যখন তথ্য সহজলভ্য হয় না, তখন ভুল তথ্য সহজেই প্রতিষ্ঠিত হতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com