বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ৩০০পরিবারকে ১ লাখ করে টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ৩০০ জনের পরিবারকে ১ লাখ টাকা করে মোট ৩ কোটি টাকা সহায়তা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই ৩০০ পরিবারের মধ্যে এতিম পরিবার ছিল ১০৯টি, সাধারণ পরিবার ১৮৯টি এবং হিন্দু পরিবার ২টি।

মঙ্গলবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের কাছে চেক হস্তান্তর করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শহিদ স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে হতাহত ও শহিদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন যদি কোটি টাকার চেকও শহিদ পরিবারের হাতে উঠিয়ে দেয়- তাহলেও আপনাদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়। যারা সন্তান, বাবা ও স্বামী হারিয়েছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছেন। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন মৃত্যু অবশ্যই গর্বের; যাদের নিয়ে সবাই গর্ববোধ করেন।

অনুষ্ঠানে কয়েকটি শহিদ পরিবারের স্বজনরা তাদের অনুভূতি প্রকাশ করেন। এদের বেশ কয়েকজন ছিলেন সদ্য পিতৃহারা অপ্রাপ্ত বয়স্ক এতিম শিশু।

এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১ হাজার ৪৬৯ জনকে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com